Close

রামানুজীর জন্ম দিবসে মহামিলনের বার্তা

নিজস্ব প্রতিনিধি:হিন্দু ধর্মের মহান আদর্শ এবং সর্বধর্মের মহা মিলনের ক্ষেত্র ভারতের অতীত ঐতিহ্যকে তুলে ধরে আজ পালিত হল অখিল ভারত জয় গুরু সম্প্রদায়ের প্রধান কিঙ্কর ভিট্টাল রামানুজজী মহারাজের ৭৭ তম জন্মদিবস।
শীমৎ স্বামী ওঙ্কারনাথ স্বামী এই মঠ প্রতিষ্ঠা করেন।

যার আদর্শে এই মঠ আজ হিন্দু ধর্মের প্রচারের কাজ করছে।এই মহাসন্মেলনে উপস্থিত ছিলেন আদ্যপীঠের আচার্য ব্রক্ষ্মচারী মুরালভাই, এবং অন্যান্য সংস্থার সাধু সন্তরা। রামানুজজী মহারাজ গীতা পাঠ এবং তা প্রসারের কথা
বলেন যাতে মানুষ হিন্দু ধর্মের ভাব এবং জীবনাদর্শকে বুজতে পারে। তাছাড়া হিন্দু ধর্মে যে মহামিলনের কথা বলা আছে তাও তুলে ধরেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top