Close

তিনদিন ধরে অনুষ্ঠিত হলো থিয়েটার শাইনের নাট্য উৎসব

✍️ইন্দ্রজিৎ আইচ

থিয়েটার শাইন আয়োজিত ন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল সম্প্রতি তিনদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল ডানকুনি, হুগলীর বিনোদিনী নাট্য মন্দির মঞ্চে। ফেস্টিভ্যালের প্রথম দিন অনুষ্ঠানটির শুভ সূচনা করেছেন বিশিষ্ট মূকাভিনয় শিল্পী রণেন চক্রবর্তী , শিল্পীমন নাট্য দলের কর্ণধার, নাট্যকার ও নির্দেশক শঙ্কর তালুকদার, হুগলি জেলা পরিষদের তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগের কর্মধক্ষ্য সুবীর মুখার্জী , সমাজসেবী শম্ভু সাউ , ডানকুনি পৌরসভার ১৪নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সর্বাণী সাউ মহাশয়া ও ডানকুনি পৌরসভার ১৭নং ওয়ার্ডের পৌরমাতা মমতা মুখার্জী । পশ্চিমবঙ্গ – জম্মু – কাশ্মীর ও মহারাষ্ট্র সহ সর্বমোট ছয়টি নাট্যদল তিন দিন ধরে নাটক পরিবেশন করেছে। প্রথম দিন ব্যারাকপুরের “পারমিক” নাট্য দল পরিবেশন করেছে একটি বাংলা নাটক “ফাঁস” এবং জম্মু ও কাশ্মীরের “রঙ্গালোক থিয়েটার” পরিবেশন করেছে একটি হিন্দি নাটক ” মা মুঝে টেগোর বানা দে “। দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌরপ্রধানা হাসিনা শবনম । এদিন দুটি বাংলা নাটক উপস্থাপন করেছে কলকাতার দুটি নাট্যদল, প্রথমে “নবাঙ্কুর মুখার্জি পাড়া লেন” এর প্রযোজনা ” সিলেবাসে নেই ” ও শেষে “সুনীল নগর ড্রামা সেন্টার” এর প্রযোজনা ” এক আহাম্মকের গল্প” পরিবেশিত হয়েছে। তৃতীয় অর্থাৎ শেষ দিনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রশাসনিক আধিকারিক অভিজিৎ চ্যাটার্জী। এদিন বিহার, বেগুসরাইয়ের নাট্য দল আশীর্বাদ রঙ্গমন্ডলের বিশিষ্ট অভিনেতা ও নাট্য পরিচালক অমিত রৌশন ও নাট্য গবেষক ও সমালোচক আশিস গোস্বামী কে ” থিয়েটার সাইন নাট্যসম্মান ” প্রদান করা হয়, সম্মান জ্ঞাপন করেন বিশিষ্ট অভিনেতা সন্তু সাধুখাঁ । তৃতীয় দিনের প্রথমে ডানকুনির “শিল্পীমন” এর প্রযোজনা ” ধন্বন্তরি ” এবং অনুষ্ঠানের শেষ প্রযোজনা মহারাষ্ট্রের মুম্বাইয়ের নাট্য দল “কাইট অ্যাক্টিং স্টুডিও” এর হিন্দি নাটক ” খোয়া হুয়া আদমি ” পরিবেশিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সৌরভ চক্রবর্তী ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top