Close

ঈশ্বরকে কিছু প্রশ্ন

মহুয়া বেগম

অন্তরের দেবত্বই তো ধর্ম

তবু কতজনে ধর্ম ধর্ম করে-করে অধর্ম

পুত্রবধূর বাপের কাছে পন আদায় করে

ভালোমানুষের মুখোশে ধর্মের বর্ম পরে।

প্রমোটার নিরীহ মুসলিম নারীকে কাঁদায়

ফ্ল্যাট বা টাকা ফেরৎ না দিয়ে করে অসহায়।

কতজনের বিদ্বেষ আর সাম্প্রদায়িকতা হিংসা ছড়ায়

কত কূটিল মানুষ ভালো নারীকে খারাপ সাজায়।

অনেক মানুষ অনেকভাবে মিথ্যা কথা বলে।

ভালো নারীকে পাগল করে তোলে ছলে ও বলে।

মানুষের পরিচয় তো মানবতায়-

কত যুবক প্রেমের অভিনয়ে তরুণীকে ঠকায়।

ঈশ্বর প্রশ্ন করি তোমায়-

কিছু মানুষের কেন এত চাতুরি এই দুনিয়ায়?

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top