Close

আওয়ার অবলম্বন সংস্থার রজতজয়ন্তী উৎসব

শেখ সিরাজ:- হুগলি জেলার হরিপাল থানার নৈটি গ্রামে আওয়ার অবলম্বন সংস্থার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ১০ ই ডিসেম্বর রবিবার সংস্থার অফিস প্রাঙ্গনে সকালে শীত বস্ত্র প্রদান, বিকালে সাহিত্য সভা হয়ে গেল। বিভিন্ন স্কুলের দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেঁজুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক স্বপন কুমার দাস। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিপুর – কাশিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ দলুই এবং সনাতন কর। বক্তব্য রাখেন আওয়ার অবলম্বনের সম্পাদক মুজিবর রহমান। সঞ্চালনা করেন আওয়ার অবলম্বনের সভাপতি সেখ আব্দুল গফফার। বিকালে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ডঃ রেনুপদ ঘোষ। সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন অধ্যাপক মৈনাক কুমার দে, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নৌশাদ মল্লিক , শিক্ষাব্রতী তরুন কুমার অধিকারী, মহম্মদ মহসিন প্রমুখ। সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও গল্পকার পার্থ পাল ও অধীর প্যাটেল। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন বিজন দাস, হিমাংশু আদক, জোৎস্না হালদার, রাসমণি ব্যানার্জী, সঞ্জিব ব্যানার্জী, রাজেকা মল্লিক, শেখ সিরাজ, অজিত কুমার কোলে, সৌরেন কৃষ্ণ সিংহরায়, গোপাল দাস, সুলেখা চৌধুরী, সমৃদ্ধি দাস, তনুশ্রী মান্না দে প্রমুখ।সংগীত পরিবেশন করেন সুলেখা চৌধুরী ও অর্ঘ্য দাস।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top