Close

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল তথ্যচিত্র ‘ভুবন ময় ভানু’

By Ramiz Ali Ahmed

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে রবীন্দ্রসদনে প্রদর্শিত হল তথ্যচিত্র ‘ভুবন ময় ভানু’। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ক্যালিফোর্নিয়া নিবাসী শর্মিষ্ঠা চক্রবর্তী(বাবলি)।পরিচালক শর্মিষ্ঠা চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনের টুকরো টুকরো বিভিন্ন মূহুর্ত নিয়ে তৈরি করছেন এই তথ্যচিত্র ‘ভুবন ।


প্রযোজনায় ‘লাউৎসব’। ভানু বন্দ্যোপাধ্যায় জন্মশতবার্ষিকী উপলক্ষে অভিনেতাকে পরিচালক তাঁর প্রথম ছবিতে শ্রদ্ধা জানিয়েছেন।

তথ্যচিত্র প্রদর্শনীর পর সাংবাদিক সম্মেলনে শুভাশিষ মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় ,সৈকত মিত্র সহ আরো বহু বিশিষ্ট ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণা করলেন এবং এই তথ্যচিত্র নিয়েও তাঁদের অভিজ্ঞতা শেয়ার করলেন।চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকের বক্তব্য।

Leave a Reply

0 Comments
scroll to top