Close

সত্যি ঘটনা অবলম্বনে বিপ্লব মজুমদারের হিন্দি ছবি “সুন্দরী” মুক্তি পেল

By Ramiz Ali Ahmed

এম এক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে বিপ্লব মজুমদার পরিচালিত হিন্দি ছবি “নদী কি বেটি সুন্দরী“।সুন্দরী ছবিটি একটি মেয়ের জীবন কাহিনি নিয়ে।ছবির কাহিনি একটি সত্যি ঘটনা অবলম্বনে।সুন্দরবনের একটি সুন্দর গ্রাম ছবিতে উঠে এসেছে।এই গ্রামেরই মেয়ে সুন্দরী,যার খুব উচ্চাশা।সে একটি হোটেলে কাজ করে।সুন্দরীর লোভ দিনের পর দিন বাড়তে থাকে।শেষ পর্যন্ত সে টাকার লোভে বেশ্যাবৃত্তি পেশা বেছে নেয়।এরকম হৃদয়হীন মহিলা একসময় প্রেমে পড়ে এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের ।তারপর কি হয় তা নিয়েই “সুন্দরী“।

নিখিল চাঁদওয়ানী প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রবি ভূষণ ভারতীয়া, প্রিয়ানসি,দীপক হালদার,প্রলয়জিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।সংগীত পরিচালনা করেছেন রনু মজুমদার।চিত্রগ্রহণ করেছেন ধীরেন্দ্র শুক্লা।

Released Hindi Feature film Sundori

পরিচালক বিপ্লব মজমদার বললেন,””সব লড়াই জিততে হবে এমনটা কিন্তু নয়, কিছু লড়াই এমনও হয় তাতে শুধু আমি আছি এটাই প্রমান দেওয়াই যথেষ্ট।
অনেক টানা পড়েন এর পর এমন একটা কঠিন বাস্তবের ছবি বানিয়ে ফেলেছিলাম এবং প্রায় পাঁচ বছরের চরম প্রচেষ্টার পর এম এক্স প্লেয়ার এর মতো প্লাটফর্ম পেয়েছি ভাবতেই ভালো লাগছে, শুরু থেকেই অনেকেই না সূচক হাওয়া ছড়িয়েছেন, কিন্তু আমরা কজন খুব আশা বাদী ছিলাম, আর লড়াই করে গেছি, অনেক অনেক ধন্যবাদ ছবির নায়িকা প্রিয়ানসী কে, দীপক হালদার কে ও গৌতম মৃধা কে… এঁরা শুরু থেকে আজ পর্যন্ত এখনও সাথে আছে… রনু দাদা (পন্ডিত রনু মজুমদার) কেও ভুললে চলবে না, ওনার সাহায্য আর অসাধারণ সংগীত শচীন কত্তা কে মনে করিয়ে দেন।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top