নিজস্ব প্রতিনিধি:বাঙালিদের ট্যালেন্ট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।তারা যে দেশেই থাকুক বা যে শহরেই থাকুক তাদের ট্যালেন্ট ঠিক পৌঁছে যায় শ্রোতাদের কানে।এমন একজন মানুষ হলেন এম সুতীর্থ।
ব্যাঙ্গালোরে বসবাসকারী এহেন এম সুতীর্থ মানুষটি একাধারে গায়ক অন্যদিকে তিনি সঙ্গীত পরিচালক।
হেড স্টার্ট এডুকেশনাল অ্যাকাডেমি বলে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গীত বিভাগের প্রধান হিসাবে বহুদিন এই পেশাতে।অন্য শহরে থাকা সত্ত্বেও বাংলার প্রতি টান তার এত বছরেও কম হয়নি।তাই সুর আর লেখার মাধ্যমে বারবার বাংলায় ছুটে আসা।হিন্দি এবং কন্নড় ছাড়াও প্রচুর বাংলা গানের ভান্ডার নিয়ে তার নিজের ইউটিউব চ্যানেল চালু করলেন তিনি।চ্যানেলটির নাম হল M Sutirtho Music.
এবার পুজোয় তিনি প্রকাশ করেছেন ‘জাগো দুর্গা’ বলে একটি অনবদ্য কম্পোজিশন।তার কিছুদিন পর প্রকাশ করলেন একেবারে ভিন্ন স্বাদের মজার গান ‘ঘেউ ঘেউ’।
টাইমস মিউজিক,টি সিরিজ,হাঙ্গামার মতো মিউজিক কোম্পানির সাথে কাজ করার পাশাপাশি তিনি প্রথম বাংলা সিনেমা এবং কন্নড় সিনেমার জন্য সঙ্গীত পরিচালনা করছেন।
এম সুতীর্থর নতুন নতুন সুরের ছোঁয়া পেতে চোখ রাখুন এম সুতীর্থর ইউটিউব চ্যানেলে।
আর সাবস্ক্রাইব করুন M Sutirtho Music চ্যানেলটি।