Close

রবীন্দ্রনাথের প্রকৃতি চর্চা নিয়ে ডিজিটাল কনসার্ট

নিজস্ব প্রতিনিধি:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সৃষ্টি ডান্স আকাডেমি আয়োজন করেছে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানের “উধাও মনের পাখা”। রবীন্দ্রনাথের গানে,কবিতায়,নৃত্যে প্রকৃতির উদযাপন।বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলীর তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।যন্ত্রসংগীতে পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়,অয়নাঙশু মুখোপাধ্যায়, গানে থাকবেন ঋদ্ধি বন্দোপাধ্যায়,জয়তি চক্রবর্তী,সিধু,পাঠে সতীনাথ মুখোপাধ্যায়,রেশমি মিত্র, নৃত্যে অভিরূপ সেনগুপ্ত এবং ইন্দ্রানীর ছাত্রীরা সুতৃষ্ণা মন্ডল,রেশমা দাস,পায়েল সাহা,সৃজনী মান্না।এখন প্রেক্ষাগৃহ সব বন্ধ তাই অনলাইনেই বাড়িতে বসে নাচে-গানে এই বিশেষ দিনের উদযাপন করছে সৃষ্টি ডান্স আকাডেমি,আগামী ৫ জুন,রাত ৯টা সংস্থার ফেসবুক পেজ থেকে।ইন্দ্রানী বললেন,”করোনাকালে সবাই এখন ঘরবন্দি।ইচ্ছা ছিল এই বিশেষ দিনে একটা অনুষ্ঠানের আয়োজন করার।এখনতো বাইরে করার উপায় নেই তাই অনলাইনেই আয়োজন করতে হল।রবীন্দ্রনাথের গানে প্রকৃতি যে নানা ভাবে প্রকাশ পেয়েছে তাই নিয়েই এদিনের আমাদের অনুষ্ঠান।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top