Close

রাজাদিত‍্য ব্যানার্জীর তথ্যচিত্র এবার দেখানো হবে সুদূর টরেন্টোতে

আলাপন রায়: রাজাদিত‍্য ব্যানার্জী ,প্রয়াত চলচ্চিত্র পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই, তবে শুধু প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতার ভাই হিসাবে বিশ্ববিখ্যাত নয় তিনি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তথা সফল ও দক্ষতার সঙ্গে পরিবারের চলচ্চিত্র নির্মাণের ঐতিহ‍্যকে অব্যাহত রাখার জন্য বিশ্বে প্রসিদ্ধ ফিনল্যান্ড নিবাসী রাজাদিত‍্য ।তাঁর অসাধারণ চিন্তাধারার মৃত্যু বিষয়ক চলচ্চিত্রের মধ্যে ডেথ সার্টিফিকেট, শিবরাত্রি,শব বাহিকা বিশেষভাবে স্মরনীয়।এবার সেই খাতায় যুক্ত হলো আরও একটি অভিনব চিন্তাধারার তথ্যচিত্র ডেথ অফ ডেথ (Death of Death)।২০১৭ সালের মে মাসে কলকাতার প্রিন্সটন ক্লাবের সাংবাদিক সম্মেলনে তথ্যচিত্রটি প্রথম ঘোষণা করা হয়।ব্যাকবেঞ্চারস ফিল্মস প্রযোজিত এই তথ্যচিত্রটি ভারতের আধ‍্যাত্মিক রাজধানী বারাণসীতে এক ডোমরাজা কাহিনীকে ঘিরে গড়ে উঠেছে।বেনারসে মৃত্যু একটি বিশাল উৎসব-ওখানে মারা গেলে মোক্ষ লাভ হয় এমনি প্রবাদ আছে। কিন্ত আশ্চর্য বিষয় হলো! এই ডোমরাজার মন্দিরে প্রবেশাধিকার না থাকলেও মৃত্যু বরণ করতে আসা হিন্দু পূর্ণ‍্যাথীর প্রিয়জনদের হাতে অগ্নিশিখা তুলে দিয়ে তাঁদের জন্ম,মৃত্যু এবং পুনর্জন্ম থেকে মুক্ত করে মোক্ষ লাভ করতে সাহায্য করেন।এই হল বেনারস,আর ডোমরাজা তার কাজ করে যান সমাজের নিয়মে,কোনো মোক্ষ লাভের প্রত্যাশায় নয় । মৃত্যুর পরে কি ভারতের আধ‍্যাত্মিক রাজধানী বারাণসীতে স্বাভাবিক মৃত্যু ঘটে? রাজাদিত‍্য খুবই বুদ্ধিদীপ্তভাবে দুই বারাণসী-আধ‍্যাত্মিক বারাণসী ও ডিজিটাল বারাণসীর সমাজচিত্র দেখিয়েছেন। এই দুই বারাণসী কি একে অন্যের পরিপূরক না প্রতিযোগী?তথ্যচিত্রটি এই গ্রীষ্মে (মে,২০২০)টরেন্টোতে প্রদর্শিত হবে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top