Close

মালশ্রী’র পঁচিশ বছরে উত্তরণ নৃত্যনাট্য উৎসব ২০২৩

নিজস্ব প্রতিনিধি:বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠান মালশ্রী গত ৬ ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে নৃত্যনাট্য উৎসব আয়োজন করেছিল।

ভারতীয় শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে নিবেদিত মালাশ্রীর ২৫ বছরের যাত্রার একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। এই সংগঠনটি নৃত্যের ঐতিহ্যের প্রকৃত চেতনা সংরক্ষণ ও প্রচারের জন্য নিবেদিতপ্রাণ।


উত্তরণ হল এমন একটা উৎসব যেখানে মালশ্রী দর্শকদের কাছে একটি বিষয়ভিত্তিক ধারণা উপস্থাপন করে থাকে। মানুষের মনে ছবি আঁকতে শিল্পের নিজস্ব ভাষা আছে। শিল্পীরা শিল্পের চেতনার মাধ্যমে নিজের চিন্তাকে উপস্থাপন করতে পারেন, জড় বস্তুকে জীবন দিতে পারেন।
এ বছর মালশ্রী বিভিন্ন বিষয় উপস্থাপন করলো যেমন শাস্ত্রীয় নৃত্য, সৃজনশীল, রবীন্দ্রনৃত্য থেকে বাংলার লোকজ রূপ সবের মিশেল ছিল এই উৎসবে।

এদিনের উপস্থাপনা গুলোর মধ্যে উল্যেখযোগ্য ‘নাট্যম সুগীতম বাদিত্রম’ নির্দেশনা
অর্পিতা ভেঙ্কটেশ,উপস্থাপনায় মালশ্রী,’রানি’ পরিচালনা-
অলোকপর্ণা গুহ, উপস্থাপনায় পুষ্পক ড্যান্স একাডেমি,’এসেছো প্রেম’
পরিচালনায়- অধ্যাপক পুস্পিতা মুখোপাধ্যায়,
‘শি সেইড” রঞ্জাবতীর একটা পরীক্ষামূলক কাজ, উপস্থাপনায় – ডান্সার্স গিল্ড,’বঙ্গভূমির ছন্দ’,
পরিচালনায়- তরুণ প্রধান,
উপস্থাপনায়-ষড়ভুজ। এই অনুষ্ঠান নিয়ে সম্পিতা চ্যাটার্জি, সম্পাদক, মালশ্রী, বললেন,” আমি খুবই খুশি এই উৎসব করতে পারার জন্য। করোনার সময় সবই ডিজিটাল মাধ্যমে চলেছে ।আবার মঞ্চে এই অনুষ্ঠান নিয়ে ফিরে আসা গেল এটাই খুবই আনন্দের আমাদের সবার কাছে। বিশেষ করে আমাদের সংস্থার পঁচিশ বছর উপলক্ষে সারা বছর নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top