Close

মরুদেশে কলা বৌ স্নান থেকে দেবীর প্রাণ প্রতিষ্ঠা সব মিলিয়ে শারদীয়ার উৎসব জমজমাট

নিজস্ব প্রতিবেদক:মরুদেশে দুবাইতে “শারদীয়া” এর অনুষ্ঠান শুরু হয়ে গেলো।নয়টা পরিবার মিলে একসাথে মেতে ওঠে এই শারদীয়াকে বরণ করে নেওয়ার জন্য। পাঁচ দিন ধরে ন’টা পরিবার একসাথে কোমর বেঁধে মেতে ওঠে এই আনন্দে।খাওয়া গান আড্ডা সব কিছুতেই এক বাঙালিয়ানা থাকে ।এটা কলকাতার একটা ঘরোয়া সাবেকিয়ানাকে ধরে রাখার চেষ্টা করে।কোথাও গিয়ে সেই যৌথ পরিবারের কথা মনে করিয়ে দেয় ।পরবর্তী প্রজন্ম যারা এখানে জন্মে বড়ো হয়ে উঠছে,তাদের মধ্যেও এই শারদীয়ার সাবেকিয়ানা ছড়িয়ে দেয়ার এক প্রচেষ্টা থাকে পরবর্তী কালে যাতে তারা বহন করে নিয়ে যেতে পারে।

দুবাইয়ে এই উৎসবের বয়স পাঁচ বছর। কুমোরটুলির প্রতিমা, শোলার ডেকোরেশন, সপ্তমী তিথি মেনে কলা বৌ স্নান, নানা বিধি পালন, জমিয়ে আড্ডা, খাওয়া- দাওয়া সব মিলিয়ে দুবাইয়ে শারদোৎসব শুরু হয়ে গেল ।

কলা বৌ স্নানের পরে‌‌ দেবী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বাড়ির মহিলারা লাল পাড় শাড়ি পরে নবপত্রিকা স্নান করালেন।

নয় পরিবারের এই উৎসবের অপেক্ষায় সারা বছর থাকেন সবাই।দুবাই শারদীয়ার পক্ষে অমরেশ মজুমদার জানালেন এই মরুদেশে আয়োজন করা হয় কুমারী আরাধনার।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top