Close

মঞ্চস্থ হলো চণ্ডীতলা প্রম্পটার এর আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের হাসির নাটক” সূক্ষ্ম বিচার”



✍️কেকা আইচ

সম্প্রতি নাটুকে বেদুইন এর আমন্ত্রণে জনাই এর কল্লোল প্রাঙ্গনে চন্ডীতলা প্রম্পটারের এবছরের চলতি প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের আদ্য প্রান্ত হাসির নাটক “সূক্ষ বিচার” নাটকের পঞ্চম অভিনয় মঞ্চস্ত হলো।সূত্রধর রিতম পান শুরুর আগেই সলতে জ্বালাবার প্রদীপের মতো আগমন ঘটিয়ে দুটি চরিত্র চন্ডীচরণ ও কেবলরাম এর সম্মন্ধে সম্যক ধারণা দিয়ে গেলে নাটক টির গতি বেড়ে যায়। নির্দেশক প্রদীপ রায় এই নাটকে প্রত্যেকের মধ্যে এমন একটি অবস্থানের সঙ্গে প্রেক্ষাপট কে তুলে ধরেছেন যা এক কথায় অপূর্ব।চন্ডীচরণ ওরফে সম্প্রীতা চক্রবর্তী ও কেবলরাম চরিত্রে সৌরিমা তপাদার দুজনের মধ্যেই অভিনয়ের বোঝাপড়া ছিল চমৎকার। কমিডি নাটকে যেটা দরকার সময় ও স্পেস। দুজনেই সেটা বজায় রাখার চেষ্টা করেছে। ফলে অভিনয়ের মাধুর্যতা বজায় থেকেছে।ছোট্ট একটা চরিত্রে সৃজা বিশ্বাস অনবদ্য। অয়ন রায়ের আবহ নাটক টিকে প্রাণবন্ত করে তুলেছিল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top