Close

বৈশাখী বাসুর ছোট ছবি ‘অনুতাপ’ প্রদর্শীত হল

নিজস্ব প্রতিবেদক:সুতানটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্প দৈর্ঘ্যর ছবি প্রদর্শীত হলো নন্দন প্রেক্ষাগৃহে। পরিচালক ও চিত্রনাট্যকার বৈশাখী বাসুর নির্দেশনায় নির্মিত ছোট ছবি ‘অনুতাপ’ প্রদর্শীত হল। মূলত অনাথ কন্যা শিশু সমাজে অবহেলিত দিকটি এই ছবিতে তুলে ধরা হয়েছে। একটি অনাথ কন্যা সন্তান আজও সমাজে যেভাবে নিপিড়িত হয় সেই বার্তা পরিচালক নিজের চিত্রে তুলে ধরেছেন। ছবির চিত্রনাট্যে দেখানো হয়েছে এক অনাথ শিশুকে এখনও কোনও বংশের গৃহবধূ মানতে নারাজ, অপয়া রূপে তাঁকে দেখা হয়। একটি ছেলে সেই অনাথ মেয়েটির সঙ্গে ঘর বাঁধার সম্পর্ক দেখলেও তা পরিণয়ে পরিণত হয়ে।
এদিন পরিচালক আরও জানান, এই ফেস্টিভ্যালে তার ২টি ছবি পরিদর্শিত হচ্ছে। আগামীকাল তার নির্মিত অন্য একটি ছবিও দেখানো হবে। একইসঙ্গে আগামীদিনে বড় পর্দায় ছবি তৈরির কাজ খুব দ্রুত শুরু করবেন বলেও জানান।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top