Close

বেলঘরিয়া এথিক-এর আয়োজনে তিনদিন ব্যাপী নাট্য উৎসব হতে চলেছে

✍️By Ramiz Ali Ahmed
বেলঘরিয়া এথিক-এর আয়োজনে নাট্য উৎসব ‘নাট্য মিলনমেলা ২০২৩’ হতে চলেছে বেলঘরিয়ার কামারহাটি নজরুল মঞ্চ, সমাজ সদন রথতলায়।এবারের নাট্য উৎসব শুরু হবে ১০ মার্চ, শুক্রবার।উদ্বোধন করবেন ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী বিভাস চক্রবর্তী।উদ্বোধনে থাকবে লোকনৃত্য।থাকবে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান।এবারের নাট্য উৎসবে সম্মান পাবেন শ্রীমতী শিখা সাহা, শ্রী শ্যামল মন্ডল, শ্রী চন্দন সেনগুপ্ত,মহ: মেহফুজ আলম,শ্রীমতী নমিতা সেন,শ্রী দীপঙ্কর হালদার।
রাজার কবিতা স্টুডিও’র পরিবেশনায় থাকবে শ্রুতি অভিনয়।বেলঘরিয়া এথিক-এর প্রযোজনায় থাকবে মঞ্চ নাটক ‘লাইল্যাক তোমাকে’।

উৎসবের দ্বিতীয় দিন ১১ মার্চ,শনিবার থাকবে বারাসাত রমেশপল্লী থিয়েটার গ্রূপের প্রযোজনায় মঞ্চ নাটক ‘সংসার’।এরপর থাকবে গোবরডাঙা নকশা’র প্রযোজনায় স্পেস থিয়েটার:’হুলো’।থাকবে স্পেস থিয়েটার:রিভাসাইরাস ব্রেনোচুসেলস’-নাটকটির প্রযোজনায় অঙ্গন বেলঘরিয়া।থাকবে পুতুল নাটক ‘ফটাং’।নাটকটির প্রযোজনায় রং-বেরং।

নাট্য উৎসবের শেষ দিন ১২মার্চ রবিবার থাকবে নাটকের গান।টালিগঞ্জ নির্বাক দল-এর প্রযোজনায় মূকাভিনয় ‘একটি নির্বাক সন্ধ্যা’।বেলঘরিয়া এথিক-এর প্রযোজনায় বাদল সরকারের পূর্ণাঙ্গ নাটক ‘পাগলা ঘোড়া’।এছাড়াও কবিতা,ক্যুইজও থাকবে উৎসবে।
থাকবে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সৌজন্যে দেড়শো বছরে বাংলা সাধারণ রঙ্গালয়ের উপর প্রদর্শনী।প্রতিদিন উৎসব শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।সব মিলিয়ে বেলঘরিয়া এথিক-এর আয়োজনে নাট্য উৎসব নাট্যপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top