Close

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কোলকাতায় শুরু হল সেল্ফ হেল্প ফেয়ার

নিজস্ব প্রতিনিধি:মডেল অভিনেতা রাজশেখর রায়-এর দ্বার উন্মোচনের মাধ্যমে শুরু হল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণ কেন্দ্র ‘তুলির টানে’ (Tulir Tane)-র স্ব সহায়তা মেলা (Self Help Fair)।

আজ অপরাহ্নে প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা নুপুর মুখার্জি (Nupur Mukherjee, Principal, Tulir Tane) সহ একঝাঁক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে মেলার উদ্বোধন করেন রাজশেখর রায়।

অর্টিসম ও ডাউন সিনড্রোম-এ আক্রান্ত প্রায় ৪০ জন শিশু ও কিশোর কিশোরীদের নিজেদের হাতে তৈরী সামগ্রী এদিন জনসাধারণের সামনে তুলে ধরে ‘তুলির টানে’।

প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম প্রশিক্ষিকা কৃত্তিকা কোলে (Krittika Kole, Special Educator, Tulir Tane) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “১৯৯৮-৯৯ অর্থবর্ষে নথিভুক্ত হয়েছিল আমাদের সংস্থা। বর্তমানে এখানে প্রায় স্বাভাবিক পড়ুয়া রয়েছে ১৫০-র আশেপাশে, এর পাশাপাশি অটিস্টিক ও ডাউন সিনড্রোম আক্রান্ত পড়ুয়া রয়েছে প্রায় ৪০ জন; এদের মধ্যে ১০ জন রয়েছে ডাউন সিনড্রোম আক্রান্ত পড়ুয়া।”

প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষার্থীদের নিজেদের হাতে তৈরি বিবিধ রকমের হস্তশিল্পকলা (খবরের কাগজের ব্যাগ, খাওয়ার জলের বোতল কেটে তাতে রঙ করে ফুলগাছের দৃষ্টিনন্দন আধার প্রস্তুত, ফুলের চারার পরিচর্যা, আনাজ তরিতরকারির ছাপ সমেত রুমাল) ঘুরিয়ে দেখাতে দেখাতে অধ্যক্ষা নুপুর মুখার্জি ব্যক্তিগত অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান, “এদের ‘বিশেষ চাহিদা সম্পন্ন’ তকমা না দিয়ে ‘একটু অন্যরকম’ বললে বোধহয় যুক্তিযুক্ত হয়। আধুনিক শিক্ষিত সমাজ যত তাড়াতাড়ি এদের দিকে মানবিক হাত বাড়িয়ে দেবে হতেও পারে এদের মধ্যে অনেকেই হয়তো তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top