Close

বিভাব নাট্য একাডেমী আয়োজিত বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা ও উৎসব

কেকা আইচ:গত ২৯ থেকে ৩১শে মার্চ ২০২৩ পর্যন্ত E ZCC এর সহযোগিতায় EZCC এর মঞ্চে অনুষ্ঠিত হলো বিভাব নাট্য একাডেমী আয়োজিত বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা ও উৎসব। মোট ৯ টি বিদ্যালয় ও আমন্ত্রিত দল হিসাবে “এসো নাটক শিখি” এই নামে কর্মশালা ও নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন EZCC এর প্রশাসনিক আধিকারিক মাননীয় অভিজিৎ চট্টোপাধ্যায় । উপস্থিত ছিলেন বরা নগর এবং এর পরিচালক সমিত দাস, এসো নাটক শিখির তাপস দাস এবং ইনসাইড আউটের সোম্য দেব। এছাড়া বিভিন্ন দিনে অঙ্গন বেলঘরিয়া পরিচালক অভি সেনগুপ্ত, কাচড়া পারা ফিনিকের পরিচালক কনোক মুখার্জী ও গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন কর্মশালা পরিচালনা করেন সমিত দাস। দ্বিতীয় দিন কর্মশালা পরিচালনা করেন অভি সেনগুপ্ত এবং তৃতীয় দিন তাপস দাস কর্মশালা পরিচালনা করেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে কর্মশালা ও দুপুর ৩ তে থেকে নাটক অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী এই কর্মশালা ও নাট্য উৎসবে অংশগ্রহণ করে। সব শেষে বিভাব নাট্য একাডেমীর সকল সদস্য সদস্যরা সহ উপস্থিত সকলের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই তিনদিনের নাট্য কর্মশালা ও ছোটদের নাট্য উৎসব শেষ হয়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top