নিজস্ব প্রতিনিধি:”উত্তরপাড়া হাউসিং এস্টেট” একটি সরকারি আবাসন যা হুগলি জেলার ভদ্রকালী- কোতরং মিউনিসিপালিটির অন্তর্ভুক্ত। আজ এই আাবাসনের অধিকাংশ মানুষ ৭২-তম মহান প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলিত হয়, উদ্বোধন সংগীত, আবৃত্তি ও জাতীয়তাবাদী গানে কচি কাচা থেকে অনেক প্রবীণ মানুষ অংশ গ্রহণ করেন। দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন আবাসনের সদস্য ড. দেবব্রত মুখোপাধ্যায়। পতাকা উত্তোলন করেন প্রবীণ সদস্য ও খ্যাতনামা শিল্পী সমরেন্দ্র নাথ বসু ।
এই অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হ’ল আজ এই মহান দিবসটিকে স্মরণ করে স্থানীয় এক ছাত্র, ইজাজ আলম, যে দিনমজুরিতে নিযুক্ত থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, তাকে তার এহেন লড়াইয়ের মর্যাদা দিতে আবাসনের সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ভাস্কর পাল আবাসনের পক্ষ থেকে তার হাতে কিছু বই, খাতা, পেন, ব্যাগ ও পরীক্ষার সামগ্রী তুলে দেন। আবাসনের আর এক প্রবীণ সদস্য দেবব্রত ঘোষ তার পরীক্ষাকালীন টিফিন ও যাতায়াতের কথা ভেবে তার হাতে ২০০১ টাকা তুলে দেন। উপস্থিত সকলে ইজাজের আগামী পরীক্ষার সাফল্য কামনা করেন। ইজাজও ইংরেজিতে ছোট্ট ও মনোজ্ঞ একটি বক্তব্য রাখে। ছোটরা উদ্দীপিত হয় তার লড়াইয়ে। পাশে লক্ষ্য করা যায় অনেক প্রবীণ- প্রবীণার চোখের কোল বেয়ে অশ্রুবারি ঝরে পড়ছে। আমরা সম্মানিত হলাম প্রকৃত এক ভারতবাসীর সংবর্ধনায়।
পত্ পত্ উড়তে থাকা জাতীয় পতাকার নীচে সোজা হয়ে দাঁড়ানো তখন সকলের গলায়
” জনগণমন অধিনায়ক জয় হে ——-“