পাহাড়ের কোলে ভালোবাসা ফিরে পাওয়ার গান “মন কেমনের রিংটোন”AuthorPosted byramizPublishedMay 16, 20202:10 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxপাহাড়ের কোলে ভালোবাসা ফিরে পাওয়ার গান “মন কেমনের রিংটোন”TwitterFacebookLinkedInPosted by ramiz on May 16, 2020. আলাপন রায়: প্রিয়জনদের হারানোর ভয় যে কতটা অবসাদগ্রস্ত হতে পারে,তা করোনার প্রকোপে আমরা সবাই কমবেশি উপলব্ধি করেছি। আর এখন যদি ইন্দ্রজিৎ দে এর কণ্ঠে ও সুরে “মন কেমনের রিংটোন” গানটি না শুনে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন । গানটির গীতিকার রাজীব চক্রবর্তী ও ভিডিওগ্রাফার পার্থসারথি রায় এছাড়া অভিনয়ে স্বয়ং ইন্দ্রজিৎ ও রুপু এবং শিশুশিল্পী চরিত্রে আরিয়ানকে দেখা গিয়েছে। গানটি আধুনিক সমাজের একটি পরিবারের টানাপোড়েনের কাহিনীকে দর্শকদের সামনে তুলে ধরে। কিছু ভুল বোঝাবুঝিতে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এক দম্পতির চলার পথ। পরিবারকে শিলিগুড়ি রেখে কলকাতায় ফিরে আসে ইন্দ্র ।যোগাযোগ নিভে যায় ,অভিমান গ্রাস করে তিনটে বছর।কিন্ত ভাগ্যের পরিহাসে ৩ বছর পড়ে সেই পাহাড়ের বুকে ইন্দ্র খুঁজে পায় নিজের স্ত্রী ও খুদে কন্যাকে, যে পাহাড়ে ইন্দ্র তার সদ্যবিবাহিত স্ত্রীর সাথে একদিন ঘুরতে এসেছিল।লুকিয়ে লুকিয়ে দুইজন কাছের মানুষকে দেখতে দেখতে ইন্দ্র খুঁজে পায় ফেলে আসা স্মৃতিগুলোকে। বুঝতে পারে নিজের ভুল,উপলদ্ধি করতে পারে অভিমান কতটা নিষ্ঠুর হতে পারে। অবশেষে জলের মতো প্রবাহমান সম্পর্ককে ফিরিয়ে আনতে চাই সে।সেই পাহাড়ের কোলে ইন্দ্র ফিরে পায় নিজের স্ত্রী ও কন্যাকে ।গানটি কোথাও না কোথাও আমাদের কে নিজের পরিবারকে নতুন করতে আবিষ্কার করতে শেখায়। Post Views: 1,481 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...