Close

পাণ্ডুয়ায় সমাজকর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ

আনন্দ সংবাদ লাইভ:আমফানের ফলে সারা রাজ্যের ফুসফুস গাছের ধ্বংসের পর, বিশ্ব পরিবেশ দিবসে, সৃষ্টির লড়াই জারি আছে পাণ্ডুয়ার সমাজকর্মীদের উদ্যোগে । কলবাজার থেকে তিননা ব্রিজ পর্যন্ত রাস্তার দুধারে ৫ কিলোমিটার রাস্তা বরাবর গাছ লাগানো হলো আজ।উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক আমজাদ হোসেন,যুব হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অভিষেক ঘোষ,জেলা কমিটির সদস্য শিবু ঘোষ ছাড়া ও হাফিজুর রহমান,জয়দেব ঘোষ,শেখ সাবির,নূর মহম্মদ সহ আরো অনেকে।

Leave a Reply

0 Comments
scroll to top