Close

ধনিয়াখালীর বোসোতে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন প্রাক্তন প্রধান শিক্ষক আনার মোল্লা

নিজস্ব প্রতিবেদক:হুগলী জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত বোসো স্কুলের সন্নিকটে সম্প্রতি এক ১৬ বা ১৭ বছরের ছেলের বেপরোয়া বাইক এসে সোজা ধাক্কা দেয় ওখানকারই এক বছর ৬৫-র বাসিন্দা উচালন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আনার মোল্লাকে।স্থানীয় বাসিন্দারা জানান,”ছেলেটি হেলমেট ছাড়াই ছিলো।এবং প্রচন্ড গতিতে ছিলো।মেরে দিয়েই এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে সোজা বের হয়ে যায়।সরকার যেখানে বাইক কন্ট্রোলের মধ্যে চালানো ও হেলমেট নিয়ে এতো প্রচার করছে সেখানে এই ধরনের বেপরোয়া বাইকার দের সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
আনার মোল্লা সাহেব অত্যন্ত গুণী,ভদ্র একজন মানুষ।ওনাকে ঝড়ের বেগে বাইক এসে মেরে দিয়ে চলে গেলে উনি পড়ে যন্ত্রনায় ছটফট করছিলেন।খবর পেয়ে ছুটে আসেন ওনার ছোট শ্যালক পান্থ মল্লিক।তিনি তৎক্ষণাক ওনাকে নিয়ে নামী একটি বেসরকারি নার্সিং হোম-এ নিয়ে যান এবং জানা যায় ওনার হাটু ও পায়ের হাড় একদম ভেঙ্গে যায়।”

প্রসঙ্গত আনার মোল্লা সাহেব ধনিয়াখালীর প্রাণপুরুষ মরহুম রওশন আলি মল্লিকের মেজো জামাতা।

স্থানীয়দের আরেকটি বক্তব্য ওই মোড়ে সিভিক পুলিশ মোতায়নের ব্যবস্থা থাকলেও সেই মুহূর্তে কোনো সিভিক পুলিশ উপস্থিত ছিলেন না।

Leave a Reply

Leave a comment
scroll to top