Close

দুবাইয়ের মাটিতে রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি জোর কদমে, থাকছে চলচ্চিত্রে রবীন্দ্রনাথ থেকে নাটক দেনা পাওনা

নিজস্ব প্রতিবেদক:ভারতীয় বঙ্গীয় পরিষদ ও The Consulate General of India র যৌথ উদ্যোগে U.A.E তে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্র জয়ন্তী ।বঙ্গীয় পরিষদ এর সভাপতি শ্রী মধুসূদন দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে পরিষদ এর কালচারাল কমিটি উপহার দেবে এক সুন্দর সন্ধ্যা ৬মে-তে।অনুষ্ঠানটি তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথমে প্রদীপ নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। তারপর প্রথম পর্যায়ে থাকছে চলচিত্রে রবিঠাকুরের গান এর ব্যবহার নিয়ে তৈরি গীতি-আলেখ্য ” গানের ওপারে “।অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট রচনা করেছেন এষা সেনগুপ্ত ।পরিচালনা করছেন দুবাই এর খ্যাতনামা সংগীতশিল্পী সোমদত্তা বসু ।দ্বিতীয় পর্যায়ে থাকবে রবীন্দ্র নৃত্যনাট্য. ” ভরা থাকে স্মৃতি শুধায়ে ” ।চিত্রাঙ্গদা,শ্যামা,চণ্ডালিকার এই তিন কন্যার প্রেম,প্রত্যাখ্যান ,মিলন ,বিরহ ,
চাওয়া-পাওয়া. নিয়ে তৈরি এই নৃত্য গীতি আলেখ্য … অনুষ্ঠানটির পরিকল্পনা ও স্ক্রিপ্ট এষা সেনগুপ্ত এর। পরিচালনা করেন সনামধন্য নৃত্য শিল্পী তনুশ্রী শঙ্কর এর সুযোগ্য শিষ্যা সোমদত্তা মুখার্জী ।অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ” দেনা পাওনা ” নাটক দিয়ে ।এই নাটকের চিত্রনাট্য লিখেছেন চৈতালি তিওয়ারি এবং নাটকের পরিচালক হলেন শ্রী সুভতোষ ব্যানার্জী । এই অনুষ্ঠানটি ছিল ভারত সরকারের “Azadi ka Amrit Mahotsav ” এর অন্তর্ভুক্ত । সংস্থার পক্ষে এষা সেনগুপ্ত জানান,”আমাদের জোর কদমে মহড়া চলছে। আশা রাখি সবার আমাদের পরিবেশনা ভালো লাগবে।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top