Close

ধনিয়াখালিতে রক্তদান শিবির


নিজস্ব প্রতিনিধি:ধনিয়াখালি( ১) অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে 9 আগস্ট সকালে ধনিয়াখালি মদনমোহন তলা প্রাথমিক বিদ্যালয়ে অতিমারীর পরিপ্রেক্ষিতে এক মহতি রক্তদান শিবির হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদানে উৎসাহিত করেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র , বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, কৃষি কর্মাধ্যক্ষ মহসিন মন্ডল, বেলমুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ব্যানার্জি প্রমূখ। বিকালে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের স্মরণে মদনমোহন তলার অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদন সরেন, সুব্রত ব্যানার্জি, মহম্মদ মহসিন, সৌমেন ঘোষ প্রমূখ ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধনিয়াখালি (১) অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সুদর্শন দাশ।

Leave a Reply

0 Comments
scroll to top