Close

থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির

আনন্দ সংবাদ লাইভ:আজ শনিবার জামাআতে ইসলামী হিন্দের দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখার অন্তর্গত ঢোলাহাট আঞ্চলিক শাখার উদ্যোগে গুলিস্তান ইসলামিক মডেল স্কুলে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির ও এলাকার আপামর জনসাধারণের চোখ পরীক্ষা করার জন্য বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সংগঠনের সহকারী জেলা নাযিম শিক্ষক মাহতাব উদ্দিন লস্কর এবং বিশিষ্ট সমাজ সেবী ও জামাআত সদস্য জনাব মুনিরুদ্বীন শাহ মহদয়গণের রক্তদানের মাধ্যমে শিবির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা তরবিয়ত সেক্রেটারী আবুল হাসান , জেলা দাওয়াত সেক্রেটারী আলতাফ হোসেন লস্কর , আঞ্চলিক নাযিম সদরুদ্বীন শাহ, সহকারী আঞ্চলিক নাযিম জাহিদুর রহমান পুরকাইত প্রমুখ। রক্তদান শিবিরে ২৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন ও চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ২৬০ জন চোখ পরীক্ষা করার সুবিধা গ্রহণ করেন। ঢোলা আঞ্চলিক জামাআতে ইসলামি হিন্দ, SIO, GIO কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় দুপুর ২.৩০ নাগাদ রক্তদান শিবির সাফল্যের সাথে সমাপ্ত হয় এবং বিকাল ৪ টা নাগাদ চক্ষু পরীক্ষা শিবির সাফল্যের সাথে সমাপ্ত হয়।

Leave a Reply

0 Comments
scroll to top