Close

“জেনারিক আধার”-ন্যায্যমূল্যর ওষুধের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হল মেমানপুর বাজারে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা নুঙ্গির মেমানপুর বাজারে হাজী ফার্মেসীতে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার।অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেনেরিক আধারের সিইও অর্জুন দেশপাণ্ডে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতে কেটে শুভ সূচনা করেন স্থানীয় ২৯নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাবুল সরদার সহ অন্যান্য অতিথিরা।৮০% শতাংশ পর্যন্ত ছাড়ে এখানে সব রোগের ওষুধ ক্রেতারা পাবেন বলে জানান কর্ণধার শেখ মেহতাব উদ্দিন।কোম্পানির ওষুধের পাশাপাশি জেনারিক কম্পোজিশন যেন ডাক্তাররা প্রেসক্রিপশনে লেখেন সেই আবেদনও করা হয় এদিন।মানুষ মানুষের জন্য।তাই ভারত সরকার ও জেনেরিক আধারের যৌথ উদ্যোগে এই প্রয়াস মানুষের ওষুধের খরচ কমিয়ে দেবে তা বলাই বাহুল্য। জনবহুল মেমানপুর বাজারে এই সুচারু ওষুধের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের স্বতঃ স্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত।সেবাই মানুষের পরম ধর্ম তাই ঈদের আগে এই সস্তায় ওষুধ পাওয়ার দোকানের শুভ সূচনায় খুশী স্থানীয় বাসিন্দারা।ওষুধ কেনার হিড়িক আজ থেকেই শুরু হয়ে গেছে ।যা মানুষের জীবন যাপন কে সুস্থ ও সাবলীল ভাবে বেঁচে থাকতে সাহায্য করবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top