Close

গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার কবিতা পাঠের অনুষ্ঠান


শেখ সিরাজ:-বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১১ই ফেব্রুয়ারি রবিবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার উদ্যোগে এক ঝাঁক কবি, ছড়াকার, গল্পকার,সাহিত্যিক ও সাংবাদিক সহ পশিচম বাংলার বুদ্ধিজিবী মানুষেদের সমাগমে অনুষ্ঠিত হলো এক অসাধারণ কবিতা উৎসবের আসর।
প্রদীপ প্রজ্জ্বলন এবং দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার স্থায়ী সভাপতি শ্রী বীরেশ চন্দ্র ঘোষ।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রখ্যাত সাহিত্যিক ও কবি অশোক সরকার। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সেখ সিরাজ এবং আনন্দম পত্রিকার সম্পাদক হারাধন ভট্টাচার্য্য,ও গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার মূখ্য উপদেষ্টা দেবনারায়ন দাস প্রমুখ।


সকল কবিগনকে গোলাপ, চন্দনের ফোঁটা উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
কবি নাসিরা বেগম পরিবারের সহ সম্পাদিককে দশভুজা প্রথম পুরস্কার সহ, আরও দশ জন কবিকে কাব্যসারথী, সব্যসাচী সম্মাননা দেয়া হয়।
এদিন আয়োজিত সুন্দর একটি অনুষ্ঠানে শতাধিক কবি কবিতা পাঠ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহ-সম্পাদিকা কৃষ্ণা দাস।
পত্রিকার সম্পাদিকা শুভ্রা দেএবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নৌসাদ মল্লিক ভার্চুয়ালী অনুষ্ঠানের সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top