Close

কণিকা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ তম প্রয়াণ দিবসে প্রথম মেমোরিয়াল লেকচার রেজওয়ানা চৌধুরী বন্যার

  • কণিকা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ তম প্রয়াণ দিবসে প্রথম মেমোরিয়াল লেকচার রেজওয়ানা চৌধুরী বন্যার।উপস্থিত থাকবেন গৌতম ঘোষ, শান্তিনিকেতনে সঙ্গীতানুষ্ঠান রেজওয়ানার গানের দলের

রবীন্দ্রনাথের গান আমাদের গভীরতম আনন্দের এবং নিবিড়তম বেদনার সঙ্গী। যাঁদের অসামান্য কণ্ঠমাধুর্যে রবিবাবুর গান ক্রমশ হয়ে উঠেছে রবীন্দ্রসংগীত তাঁদের মধ্যে অন্যতম আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়। কণিকা ছিলেন সেই বিরলতম শিল্পী যিনি শুধুমাত্র গান পরিবেশন করতেন না, নিবেদন করতেন।
এবছর কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষ। আগামী ৫ এপ্রিল কণিকার  ২৫ তম প্রয়াণ দিবসে  কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদন প্রথম ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হবে কলকাতার বাংলা আকাদেমিতে বিকেল ৫:৩০ টায়। বক্তা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এদিন সন্ধ্যায় সভামুখ্য হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিত্র-পরিচালক গৌতম ঘোষ। এই আয়োজনে সেদিন সুরে-কথায়-স্মরণে হবে কণিকা-যাপন। প্রসঙ্গত উল্লেখ্য কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদনে কণিকার স্মরণে আরও একটি বিশেষ সঙ্গীত সন্ধ্যা আয়োজিত হতে চলেছে ৭ এপ্রিল, শান্তিনিকেতনে, কণিকার বাসভবন  ‘আনন্দধারা’-য় ‘মোহর বীথিকা অঙ্গন’- এ। এই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র শিল্পীরা এবং শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কণিকাধারা’-র ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী সুপ্রিয় ঠাকুর, শ্রীমতী মঞ্জু বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের আয়োজক প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য জানালেন “কণিকার শতবর্ষ জুড়ে যে সমস্ত অনুষ্ঠান হয়েছে বা হবে তার মধ্যে এই ‘কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা’ অন্যতম। বন্যাদি মাসীর কাছে দীর্ঘদিন গান শিখেছেন। তাই সেদিনের বক্তৃতাটি হবে ডেমনস্ট্রেটিভ। কথার অনুষঙ্গে গানও থাকবে এই বক্তৃতায়।” কণিকার ছোটো বোন আশ্রমিক বীথিকা মুখোপাধ্যায় জানান, ” বিভিন্ন অনুষ্ঠান, শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি অভিলেখাগার নির্মাণ ছাড়াও আমরা এবছরই কোনো সময়ে প্রকাশ করব দিদির দুটি গানের খাতার প্রতিকৃতি সংস্করণ। এইদিনের অনুষ্ঠানে,শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কণিকাধারা’ সঙ্গীত প্রতিষ্ঠানটি পুনরায় শুরু করার কথা ঘোষণা করা হবে।এখানে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রসংস্কৃতির পাঠ নিতে পারবেন ছাত্রছাত্রীরা।এবছর জুড়ে ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন এই সঙ্গীত শিক্ষায়তনে।আপনাদের শুভকামনা প্রার্থনীয়।”
প্রসঙ্গত উল্লেখ্য এই দুটি অনুষ্ঠানের আয়োজন সর্বসাধারণের জন্য।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top