Close

ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সংস্থা থেকে পুরস্কৃত হলেন কবি ফারুক আহমেদ

নিজস্ব প্রতিবেদক:৮ নভেম্বর, বুধবার কলকাতার মহাবোধি সোসাইটি হলে একটি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ২০ জন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের শতাধিক চিকিৎসক। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক ও পত্রিকার সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে। কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আহমেদকে এই অনুষ্ঠানে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদকে পুরস্কার তুলে দেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি সংস্থার সভাপতি চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক। ফারুক আহমেদ সমাজ উন্নয়ন ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি, এই কর্মকান্ডের যিনি কারিগর তিনি হলেন জীবন্ত কিংবদন্তী হোমিও চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top