Close

আন্তর্জাতিক রবীন্দ্রনাথ সমারোহ নিয়ে হাজির হচ্ছেন লন্ডন, বাংলাদেশ, কলকাতার রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা

নিজস্ব প্রতিনিধি:এক সম্পূর্ণ ভিন্ন ধারার আয়োজন আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ। উদ্যোগ ডঃ আনন্দ গুপ্ত এর। আগামী ৩ থেকে ৫ ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে ( বিকাল ৫টা), সমাপনী অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি, রথীন্দ্র মঞ্চ( জোড়াসাঁকো ঠাকুরবাড়ি) বিকাল ৫ টা অনুষ্ঠানিত হবে।সমাপনী অনুষ্ঠান জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে ৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে।

এই চারদিনের অনুষ্ঠানে অংশ নিতে যেমন লন্ডনের শিল্পীরা আসবেন, তেমনিই থাকবেন কলকাতা, বাংলাদেশের শিল্পীরা। এক একদিন ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে উদযাপন করা হবে। ৩ ফেব্রুয়ারি, গুরুদেব ও স্বদেশ ভাবনা।

গানে প্রমিতা মল্লিক, ড: আনন্দ গুপ্ত, দক্ষিণায়নের ছাত্রছাত্রীরা, নৃত্যে শুভাশিষ ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, দীপ্তাংশু পাল, গার্গী নিয়োগী।৪ ফেব্রুয়ারি, প্রেমের আড়ালে রবি। গানে শ্রাবণী সেন, ড: আনন্দ গুপ্ত, দক্ষিণায়নের ছাত্রছাত্রীবৃন্দ। পাঠে দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার, শুভদীপ চক্রবর্তী। শেষে গুরু সঞ্চিতা ভট্টাচার্যের পরিচালনায় অধরা মাধুরী।

৫ ফেব্রুয়ারি, হে অনন্তপুণ্য নিবেদনে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অদিতি মহসিন, ড: আনন্দ গুপ্ত, শুভদীপ চক্রবর্তী।

ড: আনন্দ গুপ্ত বললেন, ” রবীন্দ্রসঙ্গীতের এমন উৎসব বেশ অন্যরকম বলা বাহুল্য। আমরা লন্ডন থেকে যেমন আসছি, থাকছেন কলকাতা, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। রবীন্দ্রনাথ আন্তর্জাতিক একজন শিল্পী, দার্শনিক তাঁর কাজ দেশ-কাল সীমানা ছাড়িয়ে সুদূরে বিস্তৃত। সেই শিল্পীকে এই আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাব।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top