Close

শিশু সাহিত্যিক সলিল মিত্রর স্মরণসভা

বিদ্যুৎ ভৌমিক:ধনেখালির কবি শিশু সাহিত্যিক হুগলী জেলার গৌরব সলিল মিত্রর স্মরণসভা ২৭জানুয়ারি দুপুর ২-৩০ঘটিকায় প্রয়াত কবির বাসভবনের সন্নিকটে ময়দানে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় ।স্মরণ সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান কবি নিমাই ধাওয়া ।সনাতন চক্রবর্তীর স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । সমাগত বিশিষ্ট কবি সাহিত্যিক ও কবির গুণমুগ্ধ অনুরাগীদের কবির প্রতিকৃতিতে মালা ও পুষ্পদান পর্ব সম্পন্নের পর তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ১মিনিট নীরবতা পালিত হয় ।কবি ও সংগীত শিল্পী বিজন গঙ্গোপাধ্যায় স্বরচিত সংগীত পরিবেশন করে কবিকে শ্রদ্ধা নিবেদন করেন । এরপর সলিলবাবু র জীবনের কথা, তাঁর সংগে ব্যক্তিগত ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত বিবরণ ও তথ্য বিশেষত তাঁর শিশুসুলভ সারল্য তুলে ধরেন প্রাক্তন অধ্যাপক ও সমালোচক হরেন্দ্র নাথ কোলে সাংবাদিক নৌশাদ মল্লিক গুরুপদ মজুমদার মদন ঘোষ শেখ সিরাজ অনিরুদ্ধ ইসলাম রণজিৎ হালদার প্রবীর দাসঘোষ রবীন্দ্রনাথ মোদক স্বপন কুমার হালদার অশোক ঘোষ ছড়াকার বিজন দাস সনাতন কর প্রমুখ ।অনুষ্ঠানে প্রয়াত পুত্রদের সাহচর্য অতুলনীয় । সভাপতির বিদায়ী ভাষণে অনুষ্ঠানের যবনিকা ঘটে ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্যিক প্রাক্তন শিক্ষক স্বপন কুমার হালদার ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top