নিজস্ব প্রতিনিধি:আজ ১২৩ তম আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ হয়ে গেল। এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ৬ই ডিসেম্বর। টুর্নামেন্ট শুরু হয়েছিল ১২ টা টিম নিয়ে যায় মধ্যে ৪ টি অ্যালিগেট টিম এবং ৮টি ছিল ক্যালকাটা ফুটবল টিম ।
আজ ফাইনাল ম্যাচে উঠেছিল জর্জ টেলিগ্রাফ এবং রিয়েল কাশ্মীর । রিয়েল কাশ্মীর, জর্জ টেলিগ্রাফকে ২-১ গোলে পরাজিত করে ।
এই খেলায় ছিল ৪ টে ট্রফি, প্লেয়ার অফ দা টুর্নামেন্ট ট্রফি যা চুনী গোস্বামীর নামে দেওয়া হয়েছে এবং এটি পেয়েছে রবার্ট সন রিয়েল কাশ্মীরের কোচ, পি কে ব্যানার্জীর নামে দেওয়া হয়েছে বেস্ট কোচ ট্রফি এবং এটি পেয়েছেন জর্জ টেলিগ্রাফের রঞ্জন ভট্টাচার্য, রনি রায়ের নামে-ফেয়ার প্লে ট্রফি পেয়েছে রিয়াল কাশ্মীর এবং কৃষানু দের নামে হায়েস্ট গোল স্কোরার ট্রফি টি পেয়েছে রিয়েল কাশ্মীর ।
এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আইএফের সেক্রেটারি জয়দ্বীপ মুখার্জি, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রসূন ব্যানার্জি, রাইস ইনস্টিটিউশন এবং অ্যাডামাস ইউনিভার্সিটির মালিক সমিত রায়, সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌশিক ভট্টাচার্য্য ও জিনিয়া।