Close

রিয়েল হিরো

নিজস্ব প্রতিনিধি:করোনা যুদ্ধের একজন অগ্রণী সৈনিক হিসেবে ,তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ “দাদাসাহেব ফালকে আইকন আওয়ার্ড ফিল্ম কোভিড ১৯ যোদ্ধা আওয়ার্ড ২০২০ ” জিতে নিয়েছেন খুব বহরমপুরের খুব চেনা মুখ ডক্টর দুর্লভ ত্রিপাঠি ।
করোনার ভয়ে গোটা বিশ্ব যখন ভীত ,সন্ত্রস্ত হয়ে ঘরবন্দি করেছে নিজেদের ,ঠিক তখনই মানুষের সেবায় ,মানুষের সাহায্যার্থে মাসের পর মাস অক্লান্ত কাজে জীবন বাজি রেখেছেন দুর্লভ বাবুর মত বিভিন্ন এমেরজেন্সি সার্ভিসে যুক্ত মানুষজন।
ডক্টর দুর্লভ ত্রিপাঠি বহু বছর ধরে যুক্ত আছেন “Fire and Emergency ” বিভাগের সাথে।একজন দমকল কর্মী হিসেবে দক্ষতার পরিচয় এর পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবেও খুব জনপ্রিয়।এই দীর্ঘ লকডাউনের সময় অনেক দুঃস্থ মানুষের দুবেলা খাবারের ব্যবস্থা করা, আর্থিক সাহায্য ইত্যাদি তিনি হাসিমুখে করেছেন।এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প সহ আরও নানান সমাজসেবা মূলক কাজের সঙ্গে তিনি সারাবছরই যুক্ত থাকেন।মাসে যা মাইনে পান তার একটা বড় অংশই মূলত চলে যায় সমাজসেবার কাজে।
সদা বিনীত এই মানুষটি তাঁর পুরস্কার পাওয়ার ব্যাপারে বলতে গিয়েও শুধু নিজের কথা বলেননি,বারবার ধন্যবাদ জানিয়েছেন ফায়ার এন্ড এমারজেনসি বিভাগের মাননীয় মন্ত্রী ,ফায়ার এন্ড এমারজেনসি বিভাগের ডিজি, মুর্শীদাবাদের ডি এম জগদীশ প্রসাদ মিনা ,মুর্শীদাবাদের পুলিশ সুপার কে সবরি রাজ কুমার, আই পি এস অফিসার মুকেশ কুমার প্রমুখদের।
দুর্লভবাবুর এই পুরস্কার প্রাপ্তিতে তাঁর সহকর্মীরাসহ গোটা বহরমপুরবাসী উচ্ছসিত।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top