Close

অঙ্গন বেলঘরিয়া র আয়োজনে অনুষ্ঠিত হলো দুদিনের নাট্য কর্মশালা এবং নাট্য আলোচনা

✍️কেকা আইচ

সম্প্রতি বাংলার পাঁচ কৃতি নাট্য শিল্পীদের দ্বারা এক আলোচনা সভা র আয়োজন করেছিলো অঙ্গন বেলঘরিয়া।আলোচনার বিষয় ছিলো( গত পঞ্চাশ বছরে বাংলা নাটকের গতি প্রকৃতি) । আলোচনায় অংশ গ্রহণ করেন বেলঘরিয়া এথিকের কাকলি মজুমদার, বিভাব নাট্য আকাদেমির শম্পা সেনগুপ্ত, ফিনিক কাঁচরাপাড়ার অমিতা সেন, বরাহনগর এবং এর অনিতা দাস এছাড়াও অঙ্গন বেলঘরিয়ার অভিনেত্রী, সম্পাদক বেবী সেনগুপ্ত। ওই দিন দুটি নাটক (কাঁচরাপাড়া ফিনিকের ” সূচি ” এবং অঙ্গন বেলঘরিয়ার ” রিভাসাইরাস ব্রেনোচুসেলস ” মঞ্চস্থ হয়। এই ভাবেই তারা সেমিনার ও নাটকের মধ্যে দিয়েই পালন করলো “বিশ্ব নাট্য দিবস অনুষ্ঠান”। তার আগে ২২ এবং ২৩শে মার্চ অঙ্গন বেলঘরিয়ার মহড়া কক্ষে ও তাদের আয়োজনে এবং তত্ত্বাবধানে দুই দিনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো।দুই দিনের নাটকের কর্মশালা পরিচালনা করেন অঙ্গন বেলঘরিয়ার পরিচালক অভি সেনগুপ্ত এবং বরাহনগর এবং এর পরিচালক সমিত দাস।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top