Close

৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে থ্রিলার ছবি ‘রহস্যময়’

নিজস্ব প্রতিনিধি:৬ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ক্রাইম ধর্মী থ্রিলার ছবি ‘রহস্যময়’।ছবিটি পরিচালনা করেছেন সৌম্য ঘোষ ও সুপ্রিয় ভট্টাচার্য।ছবির কাহিনী লিখেছেন ছালিয়া শ্রীবাস্তব।চিত্রনাট্য বুনেছেন পদ্মনাভ দাশগুপ্ত।


আমার সিনেভিশন লিমিটেড প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় , সায়নী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়,দেবরাজ মুখার্জী,চলচ্চিত্রের নির্মাতা ছালিয়া শ্রীবাস্তব প্রমুখ।এই ছবির মাধ্যমেই টলউডে ডেবিউ করছেন আর্য শ্রীবাস্তব।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top