Close

১০ম বঙ্গ নারী সুকৃতি সম্মান- ২০২২

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৩ আগস্ট ২০২২ রিপোটারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হল ১০ম বঙ্গ নারী সুকৃতি সম্মান। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র পরিষদ ও সংস্থার সভাপতি স্বপন সমাদ্দার, চেয়ারম্যান মনোতোষ বেরা, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহ: সম্পাদক শুভ্রা নায়েক, বিশেষ অতিথি নৌশাদ মল্লিক ও সুব্রত দাস।

এইবার বঙ্গ নারী সুকৃতি সম্মান যারা পেয়েছেন তারা হলেন শুভ্রা নায়েক, পিঙ্কি ঘোষ, ডাঃ কৃষ্ণা শীল, সংযুক্তা দে, মনীষা বেরা, রুবি মল্লিক, স্মারনী ব্যানার্জী, পাপিয়া ঘোষ (বিশ্বাস), কবিতা গুপ্তা, আতিয়া পারভিন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় তাওয়ার, দেবকুমার দে, কিংকর হুই, গোপীনাথ ধর, রিয়া দাস, সুশান্ত রায়, বিশ্বজিৎ ঘোষ,শ্যামল প্রামানিক প্রমুখ।

সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ সম্পাদক শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top