
আনন্দ সংবাদ লাইভ : হুগলি জেলার হরিপাল থানার নৈটির আওয়ার অবলম্বন সংস্থা, ধনিয়াখালি থানার হিরণ্যবাটি গ্রামীণ শিল্প নিকেতন ল,আলিপুর কাশিপুর গ্রাম পঞ্চায়েতেও সামাজিক দূরত্ব বিধি রেখে স্বাধীনতা দিবস উদযাপিত হয়|এইসব অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান সাংবাদিক সাহিত্যিক নৌশাদ মল্লিক |বক্তব্য রাখেন আওয়ার অবলম্বন সংস্থার সভাপতি আব্দুল গফফার, সম্পাদক মুজিবুর রহমান, হিরণ্যবাটির গ্রামীণ শিল্প নিকেতন কর্মাধক্ষ্য রাজেকা মল্লিক ,অনিরুদ্ধ জয়সওয়াল, সেখ কাসেম আলী, খোকন দাস, শেখ আজগর আলী, শেখ সোহরাব আলী প্রমুখ |