Close

স্মৃতি শৈলী

নিজস্ব প্রতিনিধি:গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আশি তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে নান্দনিক মানুষ ও আর্য সঙ্গীত একাডেমী র যৌথ প্রয়াসে অনুষ্ঠিত হল ” স্মৃতি শৈলী ” শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠান।দুই সংস্থার ইউটিউব ও ফেসবুক পেজে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়।উক্ত সান্ধ্য অনুষ্ঠানে গানের সুরে কবি কে স্মরণ করলেন বাংলাদেশ ও ভারতবর্ষের স্বনামধন্য শিল্পীরা।উপস্থিত ছিলেন লিলি ইসলাম,স্বপ্নীল সজীব,জয়তী চক্রবর্তী,সুছন্দা ঘোষ ও প্রবুদ্ধ রাহা।ভাষ্যপাঠ,সম্পাদনা ও পরিচালনায় ছিলেন নবীন প্রজন্মের অন্যতম বাচিকশিল্পী চারুলতা প্রামানিক ও সঙ্গীতশিল্পী আর্য শাওন ভট্টাচার্য।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top