Close

স্বপ্নে আমার… প্রেম বহুরূপে বারবার

নিজস্ব প্রতিনিধি:১৯ শে আগস্ট কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে Zitatel নিবেদিত “স্বপ্নে আমার…” প্রেম বহুরূপে বারবার নামাঙ্কিত কথায় গানে এক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা হয়ে গেল।রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শ্রাবনী সেন,প্রবুদ্ধ রাহা ও পৌলমী মজুমদার।ভাষ্যপাঠ করেন রিনি বিশ্বাস।ভাষ্য রচনা করেছেন সুমন্ত্র সান্যাল।

পৌলিমী মজুমদার সঙ্গীত পরিবেশন শেষে জানালেন,”প্রেম তো আমরা জানি খুব জটিল একটি বিষয়বস্তু আবার মধুরও বটে।রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম পূজা তো একাকার বহুরূপে।সেজন্যই এই অনুষ্ঠানের বিষয় “স্বপ্নে আমার…” প্রেম বহুরূপে বারবার।কিভাবে প্রেম আমাদের জীবনে এসেছে বিভিন্নভাবে সেটাই অনুষ্ঠানের থিম এবং সেটা বেছেই গানগুলো করা।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top