আনন্দ সংবাদ লাইভ :জীবনে প্রেম আমাদের নানা পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দেয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস এবং মিনার রহমান নিয়ে এসেছেন নতুন একটি প্রেমের গান “আবার বৄষ্টি হবে“। গানটি বর্তমান মহামারীতে এক যুগলের ভালোবাসার গল্প। এই গানে এমন এক অল্প বয়সী প্রেমিক যুগলের সম্পর্কে বলা হয়েছে যারা মহামারীজনিত কারণে জীবনে একে অপরের থেকে দূরে, পুরোন মধুর মুহূর্তগুলির কথা স্মরণ করে চলেছে। এ গানে তাদের অনুভূতি গুলো পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। তবে গল্পটি শেষ হয় আশাবাদী এক সুরের রেশ ধরে যখন দুজনই উপলব্ধি করে যে তারা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রবলভাবে বিদ্যমান, একদিন তারা আবার এক হবে। গানটি ঢাকা শহরে চিত্রায়িত। গানটির কথা ও সুর করেছেন মিনার রহমান, সঙ্গীত আয়োজনে সাজিদ সরকার। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিওর পরিচালক নাহিয়ান আহমেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এইসময়ের জনপ্রিয় তারকা সুনেরা বিনতে কামাল এবং খাইরুল বাসার। “আবার বৄষ্টি হবে” মুক্তি পেল সুস্মিতা আনিস ইউটুব চ্যানেল সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে।
সুস্মিতা আনিস বললেন,”আমি মিনার এর প্রতি কৃতজ্ঞ যে, উনি এতো সুন্দর একটি সময় উপযোগী গান তৈরী করেছেন যেটি সকলের জন্যই কম বেশি হলেও প্রযোজ্য। আপনজনদের থেকে দূরে থাকাটা বড়ই কষ্টদায়ক এবং আমরা সকলেই চাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আশাকরি আমাদের ডুয়েট গানটি শ্রোতাদের ভালো লাগবে।”
অন্যদিকে মিনার রহমান বললেন,”আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে, গানটির ভাবনাগুলোকে শ্রোতারা অনুভব করতে পারবেন।”
গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন