Close

সান্দাকফুয় ‘যাবি নাকি’

আনন্দ সংবাদ লাইভ:গত ১১ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে, ছোট ছবি ‘যাবি নাকি‘-র ট্রেলার। বাওয়াল, বিলের ডায়েরি, বাচ্চা শ্বশুর পর পর তিনটি ছায়াছবির পর পরিচালক বিশ্বরূপ বিশ্বাস-এর ‘যাবি নাকি‘ মুক্তির অপেক্ষায়। ট্রেলারে রয়েছে এক রহস্যের ইঙ্গিত। তবে আসল ঘটনাটা কি সেটা জানতে পারবেন আর কিছু দিনের মধ্যেই। Creators এর ইউটিউবে চ্যানেলে মুক্তি পাবে খুব শীঘ্রই। এই ছবিতে দেখা যাবে অভিনেতা সঞ্জয় বিশ্বাসকে। রয়েছেন আরও ২০ জন অভিনেতা এরা সকলেই ‘পাঠশালা‘র সদস্য। পরিচালক বিশ্বরূপ বিশ্বাস জানিয়েছেন,”এই ছবির সত্তর শতাংশ শুটিং হয়েছে সান্দাকফুতে-পাহাড় প্রেমীদের কাছে খুব প্রিয় একটা নাম।”
তবে আর দেরী না করে এক ঝলক দেখে নিন ট্রেলারটি

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top