Close

শুটিং শুরু হতে চলেছে নতুন বাংলা ছবি ‘অ্যান্টনি’র

নিজস্ব প্রতিবেদক:জ্যোতি ফিল্মস ইন্টারন্যাশনাল এবং এসএস পিকচারস ‘অ্যান্টনি’ নামে একটি বাংলা পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম তৈরি করতে চলেছে (কেউ জন্মগত অপরাধী নয়)।


এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার যেখানে বনি সেনগুপ্ত একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। বাংলার একজন তরুণ, প্রতিভাবান এবং সতেজ মুখ শুভঙ্কি ধর ছবিতে মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এই ছবিটি পরিচালনা করবেন দ্বৈপায়ন এম। একজন আবেগী এবং প্রতিভাবান আসন্ন পরিচালক দর্শকদের জন্য অনন্য এবং জাদুকরী কিছু তৈরি করতে প্রস্তুত।


দ্বৈপ্যান এম একজন থিয়েটার অভিনেতা গৌতম দাসকে লঞ্চ করার জন্যও খুব উচ্ছ্বসিত, যিনি অ্যান্টনির চরিত্রে অভিনয় করতে চলেছেন, তার নামানুসারে সিনেমাটির নাম “অ্যান্টনি” রাখা হয়েছে।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দেবলিনা কুমার ও পিয়া সেনগুপ্ত। খ্যাতিমান অভিনেতা গৌরব চক্রবর্তী, পরিচালকের সঙ্গে কথা চলছে, তিনিও যোগ দিতে পারেন কাস্টে। শীঘ্রই ফেব্রুয়ারীতে শ্যুটিং শুরু হবে।ডিওপ – মলয় মন্ডল,সঙ্গীতে- প্রীতম দেব।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top