লায়ন ম্যাগনেট’ কৃষ্ণেন্দু ঘোষ দরিদ্র উপজাতির মহিলাদের সহায়তা করেনAuthorPosted byramizPublishedAugust 26, 20207:27 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxলায়ন ম্যাগনেট’ কৃষ্ণেন্দু ঘোষ দরিদ্র উপজাতির মহিলাদের সহায়তা করেনTwitterFacebookLinkedInPosted by ramiz on August 26, 2020. কৃষ্ণেন্দু ঘোষ পেশায় একজন বহু সম্মানিত সরকারী স্কুল পরিদর্শক। তিনি জাতীয় পুরষ্কার বিজয়ী, মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রনালয়, ভারত সরকার। আবেগের দ্বারা তিনি এক ডাই-হার্ড সামাজিক কর্মী। তিনি গ্রামীণ অঞ্চলে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক অনুষ্ঠান সম্পাদনের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন, যেমন। সুন্দরবন প্রান্তিক আদিবাসীদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষত মহিলাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার চেষ্টা করছেন। স্থানীয়-রা তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করে ও তাকে সুন্দরবনের ‘প্যাড ম্যান’ নামে ডাকে। কৃষ্ণেন্দু ঘোষাসকে সম্প্রতি ‘লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস’ এর উপদেষ্টা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে । ২৩ শে আগস্ট কৃষ্ণেন্দু ঘোষ দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত একটি ছোট গ্রামের সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করেছিলেন। গ্রামটিতে দরিদ্র আদিবাসী লোকেরা বাস করে। লকডাউনে যারা চাকরি হারিয়েছেন তাদের পারিবারিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং কয়েকটি স্বামীও তাদের স্ত্রীদের ত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে ‘লায়ন ম্যাগনেট’ কৃষ্ণেন্দু ঘোষ এগিয়ে এসে এই দরিদ্র মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন, সাবান এবং মলম বিতরণ করেছিলেন। এই মহামারী পরিস্থিতি চলাকালীন স্বাস্থ্য এবং কীভাবে নিরাপদ রাখতে হবে সে সম্পর্কেও তিনি তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। “‘লায়ন ম্যাগনেট’ কৃষ্ণেন্দু ঘোষের এই দুর্দান্ত সামাজিক কল্যাণ কার্যক্রম সমাজের সর্বজনীন উন্নয়নের জন্য আরও বেশি কিছু করার জন্য আমাদের সকলকে উদ্বুদ্ধ করা উচিত,” মন্তব্য করেন “লায়ন ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস” এর চার্টার প্রেসিডেন্ট আশীষ বসাক।দাতব্য ও সদস্যতার জন্য, ফোন করুন- 9734401924আরও তথ্যের জন্য, আমাদের অফিসিয়াল এফবি পৃষ্ঠায় লগ ইন করুন – https://www.facebook.com/lionsclubofkolkatamagnates/ Post Views: 1,347 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...