“মোমেন্টস্ অফ লাইফ” মুক্তি পেল অরিজিৎ অফিশিয়াল ইউটিউব চ্যানেলেAuthorPosted byramizPublishedMay 16, 20208:56 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing box“মোমেন্টস্ অফ লাইফ” মুক্তি পেল অরিজিৎ অফিশিয়াল ইউটিউব চ্যানেলেTwitterFacebookLinkedInPosted by ramiz on May 16, 2020. আনন্দ সংবাদ লাইভ:লকডাউনের মধ্যে, এই মুহূর্তে মানুষের দৈনন্দিন জীবনের ২০টি মুহূর্ত নিয়ে অনলাইনে মুক্তি পেল “মোমেন্টস্ অফ লাইফ”। এটি মুক্তি পেয়েছে অরিজিৎ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে অভিনয় করেছেন ২৫ জন অভিনেতা অভিনেত্রী, ২ জন গায়ক ও এমনও কিছু মানুষ যারা প্রতিনিয়ত অক্ষমতাকে জয় করে জীবন যাপন করে চলেছেন। পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায় জানালেন,”এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটিতে অংশগ্রহণকারীদের একটি করে স্ক্রিপ্ট লিখে পাঠানো হয়, এবং তারা সম্পূর্ণ নিজেদের পার্ট গুলো অভিনয় করে নিজেরাই মোবাইল ফোনের সাহায্যে ভিডিও করে পাঠিয়ে দেয়।”এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে যেমন দেখা যাবে ভারতকে তেমনি রয়েছে বাংলাদেশ ও ক্যালিফোর্নিয়া থেকেও মুহূর্ত। যদিও প্রতিটি মুহূর্তে থাকবে একটি করে পজিটিভ বার্তা সমাজের প্রতি। পরিচালক অরিজিৎ আরও জানিয়েছেন, তিনি ঘরবন্দি থাকলেও, তার স্বপ্নগুলো ঘর বন্দী নয়। তার কাছে চ্যালেঞ্জ ছিল এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে নিজের নিজের বাড়িতে থেকে শুট করে সেটিকে স্বল্পদৈর্ঘ্যের আকারে এনে মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত।এ ছবিটি দেখতে হলে যেতে হবে ইউটিউব-এ এবং অরিজিৎ অফিশিয়াল বিনামূল্যে সাবস্ক্রাইব করলেই দেখা যাবে এই ছবিটি। এই লকডাউনের মধ্যে ইতিমধ্যেই ছবিটি সাড়া ফেলেছে ছবি প্রেমী মহলে। মানুষকে কতটা ছুতে পেরেছে তা দেখা গিয়েছে কমেন্ট বক্সের কমেন্টে। ছবিটিতে অভিনয় করেছেন ডঃ সন্ধ্যা দে, সুদীপ মুখার্জী, সৈকত দাস, পার্থ সারথি দেব, অনিন্দিতা সরকার, জয় মুখার্জী, প্রত্যুষা, অরূপ জাইগিরদার, শ্বেতা তেওয়ারি, ঐন্দ্রিলা ব্যানার্জি, গায়ক ঋষি চক্রবর্তী, ডা: অর্ণব গুপ্ত ও শর্মিষ্ঠা গুপ্ত, অদিতি ঘোষ, জয়ন্ত ভট্টাচার্য, মৌমিতা পাল, গায়িকা অন্তরা বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা, গুরপ্রীত, উদয় কুমার, স্বরূপা দাস, রিমা ব্যানার্জী-প্রিয়া, হৃদান চৌধুরী, বাংলাদেশ থেকে আতিক রহমান ও ক্যালিফোর্নিয়া থেকে পলি চ্যাটার্জী। ছবিটির গল্প লিখেছেন তন্ময় দে, চিত্রনাট্য করেছেন মৌসুমী মুখার্জী, প্রমোশন ও সম্পাদনায় অনিকেত রায় চৌধুরী, পরিচালনায় অরিজিৎ মুখোপাধ্যায়, প্রযোজনায করেছেন অরিজিৎ অফিশিয়াল ও অরিজিৎ অফিশিয়াল মিউজিক। Post Views: 1,671 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...