আনন্দ সংবাদ লাইভ : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের করোনা ভাইরাসের জন্য অতিমারী ও আমফান ঝড়ের ফলে সাধারণ মানুষ দুর্বিষহ অবস্থায় দিন অতিবাহিত করছেন। ইন্টিগ্রেটেড হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি কোরাপশন অর্গানাইজেশন (ইরাকো) দেশজুড়ে ক্ষতিগ্রস্ত মানুষের একটি সমীক্ষা ও সহযোগিতার পরিকল্পনা নিয়েছে। এই উপলক্ষে সকল সহৃদয় স্বেচ্ছাসেবীকে এগিয়ে আসার আহ্বান জানায়। প্রত্যেকে তাঁদের মতো করে এলাকার পরিস্থিতি জানাতে পারেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইরাকো’ -কে। এরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। অঙ্গীকারবদ্ধ হলেন দুঃস্থ ও অসহায় মানুষের বিপদে থাকতে।