Close

মডেল অভিনেত্রী সঙ্গীতা সিনহা এবার প্রযোজনায়

নিজস্ব প্রতিনিধি:রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি “রিক্সাওয়ালা” আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমাদর পায়।ছবির মূল চরিত্র গুলোর মধ্যে সঙ্গীতা সিনহা ছিলেন অন্যতম। নিজের প্রথম ছবিতে কাজ করার সুবাদে আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে যথেষ্ট পরিচিতি লাভ করেন।

মূলত বর্ধমান এর মেয়ে হলেও কলকাতায় অনেক সামাজিক কাজেও তাঁকে পাওয়া গিয়েছিল। মূলত করোনার প্রকোপ একটু স্থিতু হলে শীতে রিক্সাওয়ালাদের কখনো শীতবস্ত্র দিয়েছেন, কখনো ছোট অনাথ বাচ্ছাদের উপহার দিয়েছেন ডাকটিকিট। নিজের একটা ছোটোদের স্কুলও আছে সঙ্গীতার।

অভিনেত্রী থেকে এবার প্রযোজনায় আসলেন সঙ্গীতা। জি অরিজিনালস এর ছায়াময়ী-তে সঙ্গীতার প্রোযোজনায় হাতেখড়ি। পায়েল সরকার অভিনীত ছবিতে তুলিকা বসু, সঙ্গীতা সিনহাও অভিনয় করেছেন। ছবির পরিচালক সুদীপ দাস।

ছবিটা আগামী ২৯ জানুয়ারি দুপুর ৩টের সময় জি অরিজিনালস এ দেখা যাবে।প্রযোজনায় আসা নিয়ে সঙ্গীতা বলেন, “এন্জেল ক্রিয়েশন আমার প্রযোজনায় প্রথম কাজ। এই প্রথম জি অরিজিনালস এর জন্য করা কাজ। সব সময় আমি স্বাধীন ভাবে কাজ করতে চাই।নিজে করলে নিজের সৃষ্টিশীলতার উপর অন্যের কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব হয় না।মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, এমনকি ফিল্মও নিজের ভালো লাগার মাধ্যম গুলো নিয়ে কাজ করতে পারব।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top