বিশ্ব সংগীত দিবসে ভারতীয় সংগীত কিংবদন্তিদের ওয়েব সিরিজে সম্মানAuthorPosted byramizPublishedJune 18, 202010:18 amTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxবিশ্ব সংগীত দিবসে ভারতীয় সংগীত কিংবদন্তিদের ওয়েব সিরিজে সম্মানTwitterFacebookLinkedInPosted by ramiz on June 18, 2020. : শুরু হতে চলেছে কৌশিক ইভেন্টস এর উদ্যোগে এক অন্যধারার মিউজিক ওয়েব সিরিজ একুশে জুন থেকে।দেখা যাবে উদ্যোক্তাদের ইউটিউব চ্যানেল-এ। এই সিরিজে ভারতীয় সংগী ত কিংবদন্তিদের পাশাপাশি চলচ্চিত্র জগতের বেশ কিছু প্রখ্যাত শিল্পীদেরও সম্মান জানানো হবে আটটি ভিন্ন পর্বে। এই ওয়েব সিরিজটির নাম “এ ট্রিবিউট টু দ্যা লেজেন্ডস” ।এর বিশেষত্ব হল এটি একটি ইনসট্রুমেনটাল সিরিজ। পুরো সিরিজটির নির্মান, পরিকল্পনা এবং প্রযোজনা করেছেন কৌশিক ইভেন্টস। প্রতি পর্বে কিছু চিরকালীন সৃষ্টির ম্যাসআপ করা হয়েছে। প্রথম পর্বে রবি ঠাকুর, কিশোর কুমার, লতা মঙ্গেশকর,লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল, মান্না দে, নচিকেতা চক্রবর্তী, আইয়ুব বাচ্চু, সোনু নিগম, কেকে,সাজিদ-ওয়াজিদ,রহমানের সংগীতের সাথে ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবির গান থাকছে।বাকি পর্বগুলি সত্যজিৎ রায়,আর.ডি.বর্মন, সলিল চৌধুরী, গুলজার, যশ চোপড়া, ইল্লায়রাজা ও এ .আর. রহমান, খৈয়াম এর স্মরণে করা হয়েছে । পুরো সিরিজটিতে জয় ভদ্র জেবি সংগীত আয়োজন করেছেন এবং শৌভিক মুখার্জি (সিতার), স্বরোজিত রাতুল গুহ (বাঁশি), সুপতনু গিরি (কীবোর্ড) এর মতো যন্ত্রসংগীত শিল্পীরা সমস্ত পর্বে সংগীত পরিবেশন করেছেন। পুরো উদ্যোগের পেছনের আসল মানুষ কৌশিক ঘোষ বলেছেন, “এই লকডাউন চলাকালীন যন্ত্রসংগীত শিল্পীরা তাদের উপার্জন হারিয়েছেন, এমনকি অনলাইন লাইভ অনুষ্ঠানেও খুব একটা সুযোগও পাননি। তবে আমাদের শিল্পে তাদের অবদানটি ভুলে যাওয়া উচিত নয়। সামগ্রিকভাবে এটি আমাদের কিংবদন্তিদের পাশাপাশি যন্ত্রসংগীত শিল্পীদেরও একটি সম্মান জ্ঞাপন বলা যায় “। Post Views: 1,318 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...
সলিল চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকীতে গণচেতনার গান ও কবিতার আসর শহরে ‘সেদিন আর কত দূরে’ , আগামী ১৯ নভেম্বর