✍️By Ramiz Ali Ahmed
সম্প্রতি কলকাতার একটি অভিজাত ক্লাবে ‘বর্ষবরণে বিবিয়ানা’ নামাঙ্কিত বাংলা ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশ ঘটল বাংলা চলচ্চিত্রের মেগাস্টার চিরঞ্জিত ,অভিনেত্রী দেবলিনা দত্ত ও পুলিশের যুগ্ম কমিশনার সুজয় কুমার চন্দ’র হাত দিয়ে।এছাড়াও উপস্থিত ছিলেন পিয়ালি মুন্সী, মনামি সমাদ্দার,লোপামুদ্রা দাশশর্মা,সুকন্যা দত্ত রক্ষিত,রূপা মজুমদার,রৌনক মজুমদার প্রমুখ।ক্যালেন্ডারের মডেল হিসেবে রয়েছেন সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা।পল্লবী চট্টোপাধ্যায়, রেশমি মিত্র,দেবলিনা দত্ত,রূপা মজুমদারদেরও এই ক্যালেন্ডারের মডেল হিসেবে দেখা যাবে।শিবানী মুন্সী প্রোডাকশনের প্রথম এই বাংলা ক্যালেন্ডারের ভাবনা ও আয়োজনে পারমিতা মুন্সী ভট্টাচার্য ও সুদীপ ভট্টাচার্য।পারমিতা মুন্সী জানালেন,”এই ক্যালেন্ডারের বিক্রয়লব্ধ সব অর্থ পথশিশুদের চিকিৎসায় দান করা হবে।”