Close

প্রবীর রায়-এর ‘অগ্নিমন্থন’ মুক্তির অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি:সম্প্রতি প্রবীর রায় পরিচালিত, এফ ফেস পরিবেশিত এবং রায়স মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট প্রোডাক্টশন প্রযোজিত ‘অগ্নিমন্থন’ ছবির আনুষ্ঠানিক সঙ্গীত এবং পোস্টার উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে নীল রায় এবং ফালাক রশিদ রায়ের হাতে ধরে।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেঘনাদ ভট্টাচার্য, মৌমিত গুপ্ত,অনিন্দ্য সরকার, মৈত্রয়ী মিত্র, রিক দে, সুবীর ভট্টাচার্য, বৈশাখী মজুমদার, অস্নি দাস, সোনালি ঘোষ, নিবেদিতা দে এবং মৌসুমি সাহা।
গীতিকার শন্তিনাথ কুন্ডুর কথায় সঙ্গীত পরিচালক বুদ্ধদেব গাঙ্গুলি তাঁর সুরের জাদুতে এক অদ্ভুত নস্টালজিয়া সৃষ্টি করেছেন এই ছবির বিভিন্ন গানে। গায়ক অমিত গাঙ্গুলি, বিশ্বজিত দাশগুপ্তর পাশাপাশি বিশেষ নজর কেড়েছেন আসামের শিলচরের নবাগতা গায়িকা তনুশ্রী দেব।
ছবিটির মূল ভাবনা প্রবীর রায়ের, কাহিনি ও চিত্রনাট্য অশোক রায়ের, চিত্রগ্রাহক শান্তনু ব্যানার্জি, শিল্পনির্দেশক গৌতম বোস এবং সম্পাদনায় রিতম ভট্টাচার্য।
‘ অগ্নিমন্থন’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা এপ্রিল মাসে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top