Close

প্রদীপ্ত ভট্টাচার্য’র ‘বিরহী’ আসছে ‘উরি বাবা’তে

নিজস্ব প্রতিনিধি:জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য’র প্রথম ওয়েব সিরিজ ‘বিরহী’র ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যে। নতুন ওয়েব মিডিয়াম ‘উরি বাবা’তে ১০ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ‘বিরহী’।’বিরহী’ মোট ছটি এপিসোডের ওয়েব সিরিজ।

মফস্বলের এক বেকার ছেলের গল্প রয়েছে এই ওয়েব সিরিজে। সে টিউশনি করত। তারপর সরকারি প্রাইমারি স্কুলে চাকরি পায়। কিন্তু চাকরির জায়গাটি অনেক দূরের গ্রামে। সেই গ্রামের নাম ‘বিরহী’। সেখানে অদ্ভুত কাণ্ডকারখানা হয়। যাতে ছেলেটির জীবনের গতি প্রকৃতি বদলে যায়। ওয়েব সিরিজে এই চরিত্রটির নাম কৃষ্ণ। এই ভূমিকায় অভিনয় করেছেন সায়ন ঘোষ। এ ছাড়াও অভিনয় করেছেন শতাক্ষী নন্দী,অনুরাধা মুখার্জী,শ্রাবন্তী ভট্টাচার্য, কৌশিক রায়,দীপক হালদার প্রমুখ।সংগীতের দ্বায়িত্ব সামলেছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top