আনন্দ সংবাদ লাইভ:সম্প্রতি কলকাতার পার্ক হোটেলে হয়ে গেল নেক্সজেন কোম্পানির মেগা ইভেন্ট “গ্লাম ডিভা“। উপস্থিত ছিলেন বিচারক হিসাবে পরিচালক রাজা চন্দ, অভিনেতা ওম সাহানী, মডেল পিয়া চট্টোপাধ্যায়।এদিন অনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয় নেক্সজেন কোম্পানির আরো এক বড়ো গ্লাম হান্ট শো “নাকশাত্র” এর মোশন পোস্টার। প্যান ইন্ডিয়া জুড়ে অনুষ্ঠিত হবে এই “নাকশাত্র“। উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর রক্তিম চট্টোপাধ্যায়। বিজয়ীদের হাতে কোম্পানির কর্নধার রক্তিম চট্টোপাধ্যায় তুলে দেন ত্রিশ হাজার টাকার চেক।