Close

নিট (NEET) প্রস্তুতি নিয়ে কর্মশালা

আনন্দ সংবাদ লাইভ : মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আসন্ন। পরীক্ষার ফল পেয়ে অভিভাবকরা ভাবতে বসে যান ছেলে মেয়েকে কি পড়াবেন তা নিয়ে। সম্প্রতি মেডিকেল নিয়ে পড়ার একটা বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে আমাদের রাজ্যের সাধারণ মধ্যবিত্ত ঘরেও। সাধারণ অভিভাবকদের এই তাগিদকে সম্মান জানিয়ে গত রবিবার এক অনলাইন কর্মশালার আয়োজন করে স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। বিষয় ছিল–নিট পরীক্ষার প্রস্তুতি কখন থেকে এবং কিভাবে। বিশেষ করে এ বছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হচ্ছে তাদের জন্য বেশ কিছু মূল্যবান পরামর্শ দেন অধ্যাপক এ আর খান, অধ্যাপক শুভময় দাস, অধ্যাপক রাজা ব্যানার্জি, অধ্যাপক ফেরদৌস আহমেদ, অধ্যাপক ফারুক আহমেদ, ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, নুরুল হক, পলাশ ঘোষ, মশিউর রহমান প্রমুখ। স্যান্ডফোর্ড কর্তৃপক্ষ জানান আগামী দিনের দিকে তাকিয়ে বিশেষ করে পরিবর্ত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পড়াশোনা সহ পরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনা অ্যাপের মাধ্যমে চালু করা হয়েছে। এদিন ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আই আই টির কৃতী গবেষিকা চন্দ্রিমা সেন। এ ধরনের আয়োজন এই প্রথম এবং অত্যন্ত ফলপ্রসূ বলে জানিয়েছেন অভিভাবক মহল।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top